প্রকাশিত: Fri, Jan 5, 2024 11:42 PM
আপডেট: Mon, May 12, 2025 9:50 AM

[১]কুমিল্লায় পুলিশ-বিএনপি ব্যাপক সংঘর্ষ, ৪ পুলিশসহ আহত ২৫

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লায় ভোট বর্জন ও শনি-রোববার  হরতালের সমর্থনে মিছিল বের করলে এ সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। 

[৩] মিছিলে পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করে। এসময় পুলিশ ১০৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এবং বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ৪ পুুলিশসহ ২৫জন আহত হয়। আহত সবাই বিএনপির নেতাকর্মী । শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর সদর হাসপাতাল  রোড এ ঘটনা ঘটে। 

[৪] কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জানান, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ও এক তরফা প্রহসনের নির্বাচন বর্জনের দাবিতে আগামীকাল শনিবার ও রোববার ৪৮ ঘণ্টা দেশব্যাপী হরতালের সমর্থনে শুক্রবার সকালে কুমিল্লা নগরীর সদর হাসাপাতাল রোড থেকে মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । মিছিলটি নগরীর কান্দিরপাড়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ মিছিলে হামলা করে এবং গুলি চালায়। পুলিশের হামলায় আমাদের ২১জন নেতাকর্মী আহত ও গুলিবিদ্ধ হয়। 

[৫] বিএনপির আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছে, সাকিব, রিফাত,আরব আলী, সোহেল,সুজন,রিয়াদ,আমির ফারুক,সাইফুল ইসলাম সুজন,হৃদয়,ফাহিম,রবিন প্রমুখ। 

[৬] ঘটনা সম্পর্কে জানতে চাইলে, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, আমরা শান্তিশৃঙ্খলার স্বার্থে ১০৭ রাউন্ড ফাঁকা গুলি করি। বিএনপির কর্মীদের হামলায় আমাদের ৪ জন পুলিশ আহত হয়। ইটপাটকেল নিক্ষেপকারীদের ২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে, আমি মিটিংয়ে আছি। বিস্তারিত পরে বলব। সম্পাদনা:সমর চক্রবর্তী